মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট জেলা প্রতিনিধি:
সিলেট জেলার জাফলং মুসলিমনগর এলাকাবাসীর উদ্যোগে সারি রেঞ্জের বন কর্মকর্তা সাদ উদ্দিন আহমেদ’র বদলির দাবিতে জাফলং মুসলিমনগর এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
১৫ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ০২:০০ ঘটিকায় সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মুসলিমনগর মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় ও মোঃ কাশেম সরকারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম, হযরত আলী ও মোঃ সেলিম মিয়া সহ আরও অনেক বক্তা।
মানববন্ধনে রফিকুল ইসলাম বলেন, আমাকে হযরানি করার জন্য ৭৭ টি মিথ্যা মামলা দেওয়া হয়। প্রতিটি ঘটনা সাজানো। আমি আইনীভাবে ন্যায় বিচার পাবো। এছাড়া কাশেম সরকার বলেন, তাদের কথামত চাঁদা না দেওয়ায় আমার বিরুদ্ধে ২০ টি মিথ্যা মামলা দেওয়া হয়। আমার বয়স এখন ৮০ বছর। মিথ্যা মামলায় আমাকে জেলে যেতে হয়।
বক্তারা আরও বলেন, অবিলম্বে আমরা এলাকাবাসী সারি রেঞ্জের বন কর্মকর্তা সাদ উদ্দিন আহমেদ’র বদলি চাই। কয়েকমাস আগে আমরা জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকায় সারি রেঞ্জের ঢুপি পাহাড়ে সরকারি প্রায় শতাধিক মূল্যবান গাছ চুরি হওয়ার সংবাদ পড়েছি এবং ঐ ঘটনায় চুর চক্রের সাথে যোগসাজশে এলাকাবাসীর অভিযোগের তীর সারী রেঞ্জের বন কর্মকর্তা সাদ উদ্দিন আহমেদ’র উপর ছিল। হয়রানি আর ক্ষমতার অপব্যবহার করলেও অদৃশ্য শক্তির কারণে সাদ উদ্দিন আহমেদ বদলি হচ্ছে না। অবিলম্বে তাকে বদলী করা না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন এলাকাবাসীর বক্তারা।