.
রুহুল আমিন, পবিপ্রবি প্রতিনিধি –
শিক্ষার্থীদের করোনার ক্ষতি কাটিয়া উঠা এবং দীর্ঘ সেশনজট মুক্তির লক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত ৪৭তম একাডেমিক কাউন্সিলের সভায় ৪ মাসে সেমিস্টার শেষ করা সহ রিকোভারি প্ল্যানের অনুমোদন দেয়া হয়েছে।
করোনায় শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে উঠার লক্ষ্যেই রিকোভারি প্ল্যান করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত।
তিনি বলেন “করোনার কারনে শিক্ষার্থীদের অপূরনীয় ক্ষতি হয়ে গিয়েছে,তাদের সার্বিক দিক বিবেচনা করে ৪ মাসে সেমিষ্টার শেষ করার বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে”
৪ মাসের সেমিস্টার করায় বিভিন্ন লেভেলের শিক্ষার্থীরা সন্তুষ্টি, আনন্দ উচ্ছ্বাস প্রকাশ
এবং সিদ্ধান্তের প্রসংশা করেন।
ডিভিএম ৫সেমিস্টারের শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন,
সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার জন্য এটা খুবই আনন্দের সংবাদ।
বৈশ্বিক মহামারী করোনার মধ্যে আমাদের শিক্ষাজীবনে যে বিঘ্ন ঘটেছিল আশা করছি এর মাধ্যমে তা আমরা শীঘ্রই কাটিয়ে উঠতে পারবো।
এএইচ ৩য় সেমিস্টারের শিক্ষার্থী তাবেদার রসুল নয়ন বলেন,
৪ মাস সেমিস্টার খুবই প্রয়োজন ছিল এবং আমাদের সেশনজট নিরসনে যথোপযুক্ত সিদ্ধান্ত বলে মনে করি।
এছাড়াও আজকের একাডেমিক কাউন্সিল এ ভর্তি পরীক্ষার নিয়োগ ৫ জন শিক্ষকের পিএচডি ডিগ্রী প্রাপ্তির অনুমোদন দেয়া হয়।