মোঃমুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধি
ভোলা জেলার সাতটি উপজেলায় এ পর্যন্ত মোট ৭ লক্ষ ১৯ হাজার জন মানুষ কে নোভেল করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে।
২৩ শে নভেম্বর ২০২১ থেকে সারা দেশে ছাত্র ছাত্রীদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করে স্বাস্থ মন্ত্রনালয়। তারই ধারা বাহিকতায় সারা দেশের নেয় ভোলায় ও এই টিকা দান কার্যক্রম পরিচালনা করা হয়।
বুধবার (১৫ ডিসেম্বর) প্রযর্ন্ত সারাদিন ছাত্র ছাত্রীদের টিকা দান কার্যক্রম চলে। শহরের বকুলতলা মসজিদের বিপরীত পাশের জেলা মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অফিসের নতুন ভবনে মেয়েদের এবং জেলা শিল্পকলা একাডেমিতে ছেলেদের টিকা দান কার্যক্রম পরিচালিত হয়।
ভোলা জেলার ৭ উপজেলায় এ পর্যন্ত ছাত্র ছাত্রী ও সাধারন মানুষ মিলিয়ে মোট ৭ লক্ষ ১৯ হাজার টিকা প্রধান করা হয়। উক্ত টিকা দান কার্যক্রম সম্পের্কে সিভিল সার্জন কে এম শফিকুজ জামান বলেন, সারা বাংলাদেশেরর মধ্যে ভোলা জেলাই এক মাত্র জেলা যেখানে এক সাথে ৬ টি উপজেলায় ছাত্র ছাত্রীদের টিকা দান কার্যক্রম চলছে। তিনি আরো জানান ভোলায় টিকার কোন ঘার্তি নেই, এবং টিকা পাওয়া নিয়ে কোন সমস্যা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।