কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রাচীনতম বিদ্যালয় ভাটরাই হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা কমিঠির সদস্য পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটররা ভোট প্রদান করেন,
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউল আলম
বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন
ভাটরাই হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম(ঠান্ডা স্যার)সাংবাদিকে জানান প্রচুর শুভাকাঙ্ক্ষী আর ভোটারদের সরব উপস্হিতিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
পরিচালনা কমেটির নির্বাচনে বিপুলসংখ্যক পুলিশের চৌকষ উপস্হিতিতে নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনী ফলাফলঃ ভোটার/৮৭/৬৮৬.
ভাটরাই হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদ নির্বাচনে কলেজ শাখায় মোট ৮৭ জন ভোটার. প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ৩জন এর মধ্যে ২জন পাশ করেন
১/ আব্দুস শহীদ প্রাপ্ত ভোট-৫১।
২ / আলী আকবর প্রাপ্ত ভোট-৪২ নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নুরুল হক প্রাপ্ত ভোট-৪১. স্কূল শাখায় মোট ভোটার ৬৮৬/ প্রতিদ্বন্দ্বী ছিলেন ৪জন।নির্বাচিত হয়েছেন ২জন,১/ বিজন সরকার প্রাপ্ত ভোট-২৯৮.২/মাসুক আহমদ প্রাপ্ত ভোট-২৮৯ নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিক আহমদ পেয়েছেন ২১২. সংরক্ষিত মহিলা সদস্য হেলী রানী দে ৩৪৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাম্মৎ রিমা বেগম পেয়েছেন ২৫১.।