হেলাল হোসেন কবির: ২২ ডিসেম্বর বিকাল ৩ ঘটিকায় লালমনিরহাট পৌরসভা চত্ত্বরে পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিজয়ের ৫০ বছর উপলক্ষে বন্ধু প্রতীম ভারতীয় জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ তথা লালমনিরহাট পৌর নাগরিকবৃন্দের জরুরী স্বাস্থ্য সেবার মান উন্নয়নের দন্য দেড়-কোটি টাকা মূল্যের একটি আধুনিক মানের ‘আইসিইউ সম্বলিত এ্যাম্বুলেন্স’ উপহারের হস্তান্তর উপলক্ষে সুধীবৃন্দের সাথে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, অতিরিক্ত পুলিশ সুপার( এ সার্কেল) মারুফা জামাল , ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক।
বক্তব্য রাখেন এনজিও কর্মী সুপেন্দ্র নাথ দত্ত, সমাজকর্মী হাফিজ ফেরদৌস স্বপন। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ আলমসহ লালমনিরহাট পৌরসভার কাউন্সিলবৃন্দ সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বক্তারা ভারতের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য আরো বেগবান করতে লালমনিরহাট সদরের মোগলহাট স্থলবন্দর চালু করার জন্য হাইকমিশনারকে অবগত করেন। আলোচনা শেষে ‘আইসিইউ সম্বলিত এ্যাম্বুলেন্সট এর প্রতীকি চাবি মেয়র রেজাউল করিম স্বপনের হাতে তুলে দেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি।