শাহরিয়ান আহমেদ শাকিল
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় সাহিত্য ও সামাজিক সংগঠন বড়লেখা পাবলিকেশন সোসাইটি হতে আজ রোজ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় উপজেলার ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের ২০২২ ইংরেজি সনের ক্যালেন্ডারের মুড়ক উন্মোচন ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ওলিউর রহমান পারভেজ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার সুনামধন্য বিদ্যাপিট নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব এ,কে,এম হেলাল উদ্দিন সাহেব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা পাবলিকেশন সোসাইটির প্রধান উপদেষ্টা জনাব আব্দুল আহাদ।
বিশেষ অতিথি জনাব জাকির হোসেন মাস্টার।
বিশেষ অতিথি জনাব শাহাব উদ্দিন।
বিশেষ অতিথি জনাব আব্দুর রউফ সহ প্রবাসী বিষয়ক সম্পাদক।
সংবর্ধিত অতিথি ছিলেন জনাব সাহেদ আহমেদ সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জনাব স্বপন আহমেদ দাতা সদস্য পাবলিকেশন সোসাইটি।
এ ছাড়াও আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবতার সংগঠন টিম-ফর কোভিড-ডেথ টিম বড়লেখা-জুড়ী এর সম্মানিত সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুল কাইয়ুম, সহ সাধারণ জাহিদ হাসান জাবেদ,সাংগঠনিক সম্পাদক বদর উদ্দিন, সহ সাংগঠনিক জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ,সহ দপ্তর সম্পাদক আব্দুল মান্নান।
পাবলিকেশন সোসাইটির দায়িত্বশীলদের মধ্যে আজকের অনুষ্ঠান বাস্তবায়নে বিশেষ ভুমিকা পালন করেন সাধারণ সম্পাদক রুবেল হোসাইন,সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মাস্টার,অফিস সম্পাদক শাহরিয়ার হাসান রাব্বি, সিনিয়র সদস্য সোহেল আহমদ, আলম আহমেদ, পারভেজ আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ জনাব এ,কে,এম হেলাল উদ্দিন বলেন, পাবলিকেশন সোসাইটি একটি প্রকাশনা বিষয়ক ও সামাজিক মানবিক সংগঠন তাই বড়লেখার সর্বমহলের প্রকাশক বা যারা প্রকাশনার সাথে অন্তভুর্ক্ত সবাইকে নিয়ে আরও অগ্রসর হয়ে কাজ করতে হবে,আগামিতে এই সংগঠন আরও অগ্রসর হবে সফলতা লাভ করবে যদি সবাইকে ঐকবদ্ধ করে কাজ করা যায় এ ছাড়াও তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মাহতাব আল মামুন কে ধন্যবাদ জানান প্রবাসে থেকে ও এমন একটি সংগঠন বড়লেখায় উপহার দেওয়ার জন্য।
বিশেষ অতিথি জনাব আব্দুল আহাদ জানান এই সংগঠন বড়লেখার সর্বসাধারণের সংগঠন এটি একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠন যেভাবে করোনা মহামারী থেকে নিয়ে এই পর্যন্ত যতটি মানবিক কাজ করেছে প্রতিটি কাজ সরকারের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়নে পাবলিকেশন সোসাইটির ভুমিকা অপরিসীম।
বিশেষ অতিথি জনাব জাকির হোসেন মাস্টার বলেন বড়লেখা পাবলিকেশন সোসাইটি যেভাবে প্রকাশনার ক্ষেএে ভুমিকা রেখে চলছে তেমনি মানবিকভাবে প্রবাসী দাতা সদস্যগণের সহযোগিতায় বার বার হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অভিরাম চলছে তাই আমরা চাই সরকারের উন্নয়নের পাশাপাশি সামাজিকভাবে দরিদ্রতা দুরিকরনে আমরা ও সামাজিক ভাবে ভুমিকা নেওয়া প্রয়োজন এ জন্য সবাইকে সমাজের জন্য মানবিক হয়ে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শুরু হয় মাওলানা জুবায়ের আহমেদ দিলশাদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং সমাপ্তি হয় প্রকাশিত ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও প্রবাসীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করার মাধ্যমে।