মো:মিজানুর রহমান,রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধিঃ জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না,বরং গত ৫৩ বছরে বৈষম্য,শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে,সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কার ওয়াদা দিতে হবে।
(১০ জানুয়ারি) রোজ শুক্রবার সকাল ১০ টায় পুঠিয়া উপজেলা পরিষদ গেট থেকে লিফলেট বিতরণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
এই সময় উপস্থিত ছিলেন,বিভাগীয় ছাত্র প্রতিনিধি,মোঃ ফাতিন মাহাদি,রাজশাহী জেলা ছাত্র প্রতিনিধি নাহিদুল ইসলাম সাজু,আরো উপস্থিত ছিলেন,পুঠিয়া উপজেলা ছাত্র প্রতিনিধি মোহাম্মদ শাফিন আখতার,ও মোঃ রোকনুজ্জামান রিকো,আরো উপস্থিত ছিলেন প্রিন্স,বাবু,রায়হান,বিজয় শিহাব সহ আরো অনেকেই।