ঈদগাঁওতে শিক্ষা কর্মকর্তা-
শিক্ষাপ্রতিষ্ঠান স্থানীয়দের জন্য সম্পদ স্বরূ
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও কক্সবাজার।
কক্সবাজার সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল আমিন বলেছেন, যে কোন শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় মানুষের জন্য সম্পদ স্বরূপ। নিজের সন্তানের চেয়ে এ সম্পদের গুরুত্ব তাদের কাছে আরো বেশি। কেননা এ শিক্ষাপ্রতিষ্ঠানই সন্তানদেরকে ভবিষ্যতে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন মানে তাদের সন্তান- সন্ততির উন্নয়ন। তাই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে স্থানীয়সহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। তিনি আজ বিকেলে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন।
বিদ্যালয় হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হানিফ মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর মোহাম্মদ, পালাকাটা গুলজার বেগম মডেল দাখিল মাদ্রাসার সুপার আনিস মোঃ আব্দুল্লাহ, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রাজিবুল হক রিকো প্রমুখ। প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এসময় পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব মোঃ সৈয়দ নূর, মেম্বার সাইফুল হক, সাংবাদিক মোঃ রেজাউল করিম, তারিকুর রশিদ তারেক, জসীম উদ্দীন,শাহীন ফাতেমা, খুরশিদা আক্তার, ইয়াসির আক্তার মঞ্জু, মর্জিনা আক্তার, শিক্ষক নেতা মামুনুর রশিদ, সংবাদকর্মী নাসির উদ্দিন পিন্টুসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে পৃথক স্থানে পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন, মাঠ ভরাট ও সংযোগ সড়ক নির্মাণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর মোহাম্মদের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন সুপার আনিস মোহাম্মদ আব্দুল্লাহ, প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, মাস্টার তারিকুর রশিদ তারেক, সাংবাদিক মোঃ রেজাউল করিম, জসিম উদ্দিন প্রমুখ।