

পুঠিয়া প্রতিনিধিঃ মিজানুর রহমান (মিজান) “সমবায় উন্নত বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন পরিচালনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সহযোগিতা করেন,জিনিয়া মহিলা সমবায় লি:,শিলমাড়িয়া মহিলা সমবায় সমিতি লি:,মোল্লাপাড়া মহিলা সমবায় সমিতি লিঃ,শিবপুর মহিলা সমবায় সমিতি লি:,নয়াপাড়া মহিলা সমবায় সমিতি লিঃ, ভালুকগাছী মহিলা সমবায় সমিতি লিঃ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব, শিবু দাশ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) পুঠিয়া,রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আবু মোতাল্লেম,উপজেলা সমবায় কর্মকর্তা পুঠিয়া, হেইফার ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন আব্দুল্লা আল মামুন, রিজিওনাল ম্যানেজার, কো- অপারেটিভ। আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রশান্ত কুমার চৌধুরী, প্রধান শিক্ষক, পরেশ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয়। ও মাজহারুল ইসলাম, প্রধান শিক্ষক, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, খাদিজা খাতুন, সভাপতি জিনিয়া সমবায় সমিতি,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নির্মল দাশ, সহকারি পরিচালক, ওয়েভ ফাউন্ডেশন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ সেরু, কম্যুনিকেশন ম্যানেজার, হেইফার হারুন অর রশীদ, রিজিওনাল ম্যানেজার, হেইফার।