অপরাধ প্রশাসন সারাদেশে

বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করল পুলিশ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দস্তানানগর গ্রামের রেশমা খাতুন নামের এক নারীর মেবাইল নম্বারে স্বামীর দেওয়া মালয়েশিয়া থেকে ৩৬ হাজার ৯৮০ টাকা আসার কথা ছিল। ভুলে সেটি চলে যায় অন্য একটি নম্বারে। বিকাশে টাকা আসার বিষয় বুঝতে পেরে ওই ব্যক্তি ওই নম্বারটি বন্ধ করে দেয়। বার বার ফোন করেও নম্বরটি বন্ধ পাওয়ায় বাধ্য হয়ে গতমাসের ২১ তারিখে গুরুদাসপুর থানায় একটি সাধারন ডায়েরী করেন ভুক্তভোগী রেশমা খাতুন। থানায় সাধারন ডায়েরী হওয়ার পর গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন এসআই মাসুদ রানাকে বিষযটি তদন্তের নির্দেশনা প্রদান করেন। মাত্র ১৫ দিনের মধ্যে ৩৬ হাজার ৯৮০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিক রেশমা খাতুনের কাছে উক্ত টাকাগুলো হস্তান্তর করা হয়। গুরুদাসপুর থানার এসআই মাসুদ রানা বলেন, ওসি স্যারের দিক-নির্দেশনা মোতাবেক তথ্যপ্রযুক্তির সহায়তার মাধ্যমে সম্পূর্ণ টাকাগুলো উদ্ধার করা হয়েছে। রবিবার(৬এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন প্রকৃত টাকার মালিককে টাকা হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন। রেশমা খাতুন বলেন, স্বামীর দেওয়া টাকাগুলো ফিরে পেয়ে আমি খুবই খুশি। দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য গুরুদাসপুর থানা পুলিশের কাছে আমি কৃতজ্ঞ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *