আসাদুজামান জামাল,ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ৬ষ্ঠ ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখালেন আওয়মীলীগ। উপজেলার ১১টি ইউনিয়নে ১০ টিতেই আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয় লাভ করেছে, আর বাকী ১ টিতে স্বতস্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
৩১ জানুয়ারি সোমবার রাতে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে বেসরকারী ভাবে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন।ফলাফল ঘোষণার পর জয়ী প্রার্থী ও সমর্থকেরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। এসময় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান ও নির্বাচনে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মোঃ নুরুল ইসলাম পেয়েছেন ৬১৭০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ইছাহাক আলী ঘোড়া প্রতিকে পেয়েছেন ৫১৮১ ভোট।মেদুয়ারী ইউনিয়নে নৌকার প্রার্থী জেসমিন নাহার রানী পেয়েছেন ৫৪১৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এ, কে এম, সাইদুজ্জামান তালুকদার চশমা প্রতিকে পেয়েছেন ৫১৪৬ ভোট।ভরাডোবা ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মোঃ শাহ্ আলম তরফদার পেয়েছে ৭৮৮৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোস্তাফিজুর রহমান ঘোড়া প্রতিকে পেয়েছেন ৩৮৫০ ভোট।ধীতপুর ইউনিয়নে নৌকার প্রার্থী নিয়ে মোঃ লুৎফররহমান খান পেয়েছেন ৫০৮৪ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ শফিকুল ইসলাম মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৩২১২ ভোট।বিরুনীয়া ইউনিয়নে আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্রপ্রার্থী ছামছুল হোসাইন পেয়েছেন ৪২৮৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সুব্রত ভৌমিক চশমা প্রতিকে পেয়েছেন ৩৯৯৬ ভোট ।ভালুকা ইউনিয়নে নৌকার প্রার্থী মোঃ শিহাব আমীন খান পেয়েছেন ৩৯১৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আমান উল্লাহ খান মাখন আনারস প্রতিকে পেয়েছেন ৩৬৬৩ ভোট।মল্লিকবাড়ি ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মোহাম্মদ আকরাম হোসাইন পেয়েছেন ১৭৩৫৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ছারুয়ার জাহান এমরান ৩৭৯৯ ভোট।ডাকাতিয়া ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে হারুনুর রশিদ পেয়েছেন ১০৯৭০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলহাজ্ব সাইফুল ইসলাম আনারস প্রতিকে পেয়েছেন ৬৮৮৯ ভোট।কাচিনা ইউনিয়নে নৌকা নিয়ে মোহাম্মদ মুশফিকুর রহমান পেয়েছেন ১২৪১৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুর রেজ্জাক ঘোড়া প্রতিকে পেয়েছেন ৭৬২৭ ভোট।হবিরবাড়ি ইউনিয়নে নৌকার প্রার্থী মোঃ তোফায়েল অহম্মেদ ১৯৮৪৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ রেজাউল করিম ঘোড়া প্রতিকে পেয়েছেন ৭৫০৮ ভোট।এবং রাজৈ ইউনিয়নে নৌকা নিয়ে মোঃ নুরুল ইসলাম বাদশা পেয়েছেন ৭৭৯২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনোয়ার উদ্দিন আহম্মেদ আসারস প্রতিকে পেয়েছেন ৫২০১ ভোট।৬ষ্ঠ ধাপের ভালুকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ ইউনিয়নে ৬০জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।ইউনিয়নের সবগুলো কেন্দ্রেই প্রথম বারের মতো ইভিএমএ ভোটাররা তাদের পছন্দের ১১জনকে চেয়ারম্যান পদে নির্বাচিত করে।