মোঃ বিলালুর রহমান,সিলেট প্রতিনিধিঃ জৈন্তাপুর দরবস্ত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় ও পাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসব মূখের পরিবেশে উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর-২০২৪ খ্রি: বুধবার সকালে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১৯৯৬ সাল থেকে ধারাবাহিক ভাবে এই বৃত্তি পরীক্ষা চলে আসছে। ২০১৯ সাল থেকে নানা কারনে পরীক্ষা ২০২৩ সাল পর্যন্ত সাময়িক ভাবে বন্ধ ছিল।
চলিত বছরে জৈন্তাপুর উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা সহ প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৫ম এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ৬১০ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করেন।
একটি আলোকিত ও মেধাবী সমাজ বিনিমার্নে পিছিয়ে পড়া জৈন্তাপুর উপজেলা-কে এগিয়ে নিতে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় জৈন্তাপুর উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্ট। ঐতিহ্যবাহী দরবস্ত হাজারী সেনগ্রামের কৃতি সন্তান প্রফেসার ডা: এম মতিন তিনি তার পিতা মরহুম উমর আলীর নামে জৈন্তাপুর উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্ট গঠন করেন। ডা: এম এ মতিন এই ট্রাস্টের চেয়ারম্যান এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন।
বুধবার অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ট্রাস্টের চেয়ারম্যান শিশুরোগ বিশেষজ্ঞ ডা: এম এ মতিন, বিশিষ্ট সমাজসেবী এম এ কাদির খান, সাংবাদিক ও কলামিস্ট বৃক্ষপ্রেমিক আফতাব চৌধুরী, ট্রাস্টের সচিব জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সমাজসেবী আলহাজ্ব সাব্বির আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, ট্রাস্টের পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন, ডা: তানভীর হোসেন। পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করেন মাস্টার আব্দুর রহিম। উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা মন্ডলীদের সহযোগিতায় পরীক্ষা গ্রহন করা হয়েছে।
ট্রাস্টের সচিব জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন বলেন, জৈন্তাপুর উপজেলায় একঝাকঁ মেধাবী শিক্ষার্থী তৈরী করতে জৈন্তাপুর উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্ট প্রতিযোগিতা মুলক মেধাবৃত্তি পরীক্ষা প্রতি বছর আয়োজন করে থাকে। ভবিষ্যতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বৃত্তি পরীক্ষা গ্রহন ও পরিচালনার কাজে সহযোগিতা করায় জয়নাল আবেদীন উপজেলার সকল শিক্ষক মন্ডলী সহ অভিভাবক বৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।