ঠাকুরগাঁও জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত


সোহরাওয়ার্দী খোকন ঠাকুরগাঁও জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৫ এপ্রিল সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সুলতানুল ফেরদৌস নম্র সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুব আলম বাবু। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রেজানুল হক রাজু, সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সবুজ শাহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বািচত হয়েছেন আমিনুল ইসলাম অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম মামুন দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুর রহমান সড়ক সম্পাদক হিসেবে নিবেদিত হয়েছেন কামাল হোসেন কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস সাত্তার। নির্বাচন পরিচালনা করেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন ভোটার সংখ্যা মোট ১০৮ জন।