স্টাফ রিপোর্টারঃ
বেদখলীয় জমি ফিরে পেতে পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছেন জমিনা নামে এক বিরঙ্গনা। তিনি ৫ ফেব্রুয়ারি শনি বার বেলা সাড়ে ১১ টার দিকে এ সম্মেলন করেন। এসময় তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এক বীর মুক্তিযোদ্ধা। উক্ত লিখিত বক্তব্য তুলে ধরা হয়,বিগত ২০১৭ সালে আন্তর্জাতিক যুদ্ধপরাধ ট্রাইবুনালে ( বিরঙ্গনা) তাদের উপর পাশবিক নির্যাতনের বিচারে এ বিরঙ্গনা সাক্ষ্য দেয়ার পর পরই যুদ্ধপরাধী আঃ গনি হাওলাদারের নিকট আত্নীয় আঃ লতিফ তালুকদার, পিং- হাতেম তালুকদার,তাঁর ছেলে সোহাগ ও আতিক তালুকদার ওরফে সুমন, সাং- দূর্গাপুর,ডাকঘর- ইটবাড়িয়া, থানা – জেলা পটুয়াখালী। তাঁর স্বামীর বৈবাহিত সুত্রে পাওয়া জমি বেদখল করে তাকে ও তাঁর সন্তাদের দেশ ছাড়া করার হুমকী দেয়। এ বিষয় নিয়ে সে ২০১৯ সালে পটুয়াখালী পুলিশ সুপার বরাবরে আবেদন করলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁর উক্ত জমি উদ্ধারের জন্য স্হানীয় গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে শালিস বৈঠকের ব্যবস্হা করে। বিজ্ঞ শালিসগণের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর জমি পাবার সত্যতা মেলে এবং তৎকালীন বর্ষা মৌসুম বিধায় তাঁর বুজিয়ে দেয়া হয় নাই। এর পর সে বিভিন্ন সময়ে শালিসগণের দ্বারস্থ হয়েও অদ্যবদি পর্যন্ত জমির দখল বুঝিয়া পায় নাই। এ লিখিত বক্তব্যর মধ্যে আর ও তুলে ধরা হয়, বর্তমানে এ জেলা শহরের টাউন কালিকাপুর গ্রামের লিলি মৃধা ও কামাল মৃধা উভয় পিতা- রফেজ মৃধা তাকে এবং তাঁর ছেলে – মেয়েদের বিভিন্ন সময়ে হুমকি- ধামকি দিয়ে আসছে যে, তাদের নাকি উপর মহলে হাত রয়েছে। তাঁরা বেশী বাড়াবাড়ী করলে তাকে সহ তাঁর সন্তানদেরকে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দিবে। তাঁর বিরোধীপক্ষদের প্রধান সোহাগ তালুকদার, পিতা – লতিফ তালুকদার এই লিলি ও কামাল গং এর সহায়তায় তাদেরকে বাড়ী ছাড়া করার পায়তারা চালাচ্ছে,তাঁরা হুমকি দেয় তাঁর জমি- জমা ও তো পাবেই না বরং তাঁর রিক্সা চালক ছেলেকে গুম করে ফেলবে। উক্ত সংবাদ সম্মেলনে এসময় এ বিরঙ্গনা’র সাথে তাঁর ছেলে ও আত্নীয় স্বজনরা সহ পটুয়াখালী প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।