গাংনীতে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধা
মোঃ কামাল হোসেন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ১০ টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার রাত ৯টার দিকে উপজেলার হিজলবাড়িয়া গ্রামে জব্বার আলী বাড়ি থেকে ১০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। জাব্বার আলী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
গান থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামের জব্বার আলীর বাড়িতে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি থানা পুলিশের এসআই আল আমিন এর নেতৃত্বে মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম ও আনুমানিক ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করে। তিনি আরো জানান মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনে জাব্বার আলীর বিরুদ্ধে দুটি মামলা হবে। বাড়ির মালিক জব্বার আলী পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা যায়।
জাব্বার আলীর ছেলের বউ বিপাশা খাতুন জানান, তার স্বামী সোহেল রানা ইটভাটায় এবং তার শ্বশুর জাব্বার আলী মাঠে কৃষি কাজ কর্ম করেন। তবে তিনি বোমা ও মাদক সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। তবে প্রতিবেশীরা জানান, জাব্বার আলীর কর্মকাণ্ড ভাল ছিলনা। তার বিরুদ্ধে চুরির ও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার ভয়ে মুখ খোলার সাহস পান না এলাকাবাসী।