কৃষি বিভাগের মাঠ পরিদর্শন এস এম সোহেল, গাইবান্ধা প্রতিনিধি অসময়ের ২দিনের বৃষ্টিতে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানের আলু ও সরিষাসহ বিভিন্ন ফসলের জমিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকদের ক্ষতি সাধিত হয়েছে। জলাবদ্ধতার এ খবর শুনে মাঠ পরিদর্শন করেছেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ-রেজা-ই মাহমুদের নেতৃত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ। তারা কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পরিদর্শন করেন।এবং বৃষ্টি থামার পর পরই ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেন। উপজেলা কৃষি অফিসার ব্যক্তিগত ভাবে ছত্রাক নাশক বিতরণ করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ-রেজা-ই মাহমুদ বলেন, অসময়ের বৃষ্টিতে/দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে কৃষকভাইদের আলু,শরিষা ক্ষেতসহ বিভিন্ন ফসলের ক্ষেতে পানি জমে ক্ষতি সাধিত হয়েছে। তাই আমরা মাঠে ছুঁটে এসেছি। এবং ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠার লক্ষে কৃষকদের বৃষ্টি থেমে গেলেই তাদেরকে ছত্রাক নাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছি। তিনি আরও বলেন, আমাদের উপ-সহকারী কৃষি অফিসার গণ সব সময় মাঠে থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।এসময় উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সারোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।