এস এম সোহেল, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার উদ্যোগে করোনা ও শ্বাষকষ্ঠ রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য ৫ টি সিলিন্ডারের উদ্বোধন ও পৌরসভা বার্ষিক কার্যক্রম পরিদর্শন। আজ ৮ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে পৌর ভবনে পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি’র সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করেন প্রধান অতিথি গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা বেগম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহিন আকন্দ, ২নং প্যানেল মেয়র রিমন কুমার তালুকদার, কাউন্সিলর মাজেদুল ইসলাম, মিজানুর রহমান রিপন, মহিলা কাউন্সিলর সুইটি বেগম, শাহনাজ বেগম, জহুরা বেগম সহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা বেগম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন পৌরভবনে পৌঁছিলে পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি সহ কাউন্সিলরগণ ফুলেল শুভেচ্ছা জানান। পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি বলেন, এই অক্সিজেন সিলিন্ডার গরীব-দুঃখীদের জন্য ফ্রি সার্ভিস ও ধনাঢ্য ব্যক্তিদের জন্য সার্ভিস চার্জ রয়েছে। এই সার্ভিসটি সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মাধ্যমে সকল নাগরিক গ্রহণ করতে পারবেন। দুই জন প্যানেল মেয়রের বাসা থেকে অক্সিজেন সিলিন্ডার নিতে পারবে। এই সার্ভিসটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।