সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রাম :।। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ও কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবকলীগের সার্বিক তত্ত্বাবধানে পাঁচ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খান শাহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান এর সঞ্চালনায় শনিবার বিকেলে বিজয়স্তম্ভ চত্বরে কম্বল বিতরণ ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত শামীম শাহারিয়ার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, কেন্দ্রীয় কমিটির উপ যুব ও ক্রীড়া বিষয়ক জসীমউদ্দীন মাতব্বর, কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ লোবান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, সদস্য খ. ম আতাউর রহমান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন । এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ সবসময় দেশ ও জনগণের কথা চিন্তা করে রাজনীতি করে, দেশের জনগণের দুঃখ-দুর্দশা দূর করতে আওয়ামী লীগ সদা প্রস্তুত। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার এই শীতার্ত কম্বল কুড়িগ্রাম জেলার গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হলো।