রানা খান,শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করার দায়ে আরিফুল ইসলাম খান (৩০) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল এ রায় দেন।
এর আগে, উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের দমদমা গ্রামে এক মাদ্রাসাছাত্রীকে রাস্তায় দাঁড়িয়ে উত্যক্ত করার অভিযোগে ওই যুবককে আটক করে স্থানীয়রা। তিনি রাজাবাড়ি ইউনিয়নের উসমান খানের ছেলে।
এ ঘটনার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ডসহ ১ হাজার টাকা জরিমানা করেন।