স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহনে বাংলাদেশ প্রেস কউন্সিল আয়োজনে “প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ আচরনবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরন” কর্মশালা অনুষ্ঠিত। ২৪ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার দুপুর ২টায় জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। কর্মশালায় রিসোর্সপার্সন হিসাবে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয় আলোচনা করেন প্রেস কাউন্সিলের সচিব(অতিরিক্ত সচিব) মোঃ শাহ আলম। প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরনবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কর্মশালার প্রধান অতিথি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন জেলার সিনিয়র তথ্য অফিসার অনিমেষ চন্দ্র হাওলাদার। আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল। পরে প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহনকারী ৫০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।