মোঃ সাইদুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমারে করোনা প্রতিরোধক প্রথম ডোজ শেষ কার্যক্রমের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬শে ফেব্রুয়ারী) সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ডোমার উপজেলার ১০ টি ইউনিয়ন ও ডোমার পৌরসভায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মার্কেটে ০১টি ও উপজেলা শিল্পকলা একাডেমিতে ০১ টি ক্যাম্প সহ মোট ৩২ টি ক্যাম্পে এবং একটি সুসজ্জিত টলিতে ভ্রাম্যমাণ টিকাকেন্দ্র বিভিন্ন হাটে ও বাজারে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে টিকাগ্রহনকারীদের উপচে পড়া ভীর। আজকের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন, স্বাস্থ্য অধিদপ্তরের এমওডিজি ডাঃ মোস্তফা মঈন উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম’র নির্দেশনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দের সহযোগিতায় ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকাদান কার্যক্রম সফল করার লক্ষে সিঃ স্টাফ নার্স,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ, স্যানিটারী ইন্সপেক্টর, এমটি ইপিআই,স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি,এমএইচভি, স্বাস্থ্য কর্মী,শিক্ষা বিভাগের কর্মকর্তা- কর্মচারী,পুলিশ প্রশাসন, গ্রাম পুলিশ ও ল্যাম্ব প্রকল্পের স্বেচ্ছাসেবীগণ নিরবচ্ছিন্নভাবে কাজ করেন।