শাহরিয়ার শাকিল বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় তারুণ্য নাট্যগোষ্ঠীর ৩০ বছর পূর্তী উপলক্ষে জাকির হোসেন জুমনের পৃষ্টপোষকতায় ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং তারুন্য নাট্যগোষ্টীর আয়োজনে এই প্রথম ৫ দিনব্যাপী অনুষ্ঠিতব্য হতে যাচ্ছে বইমেলা,নাট্যেৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাব। বুধবার (২ মার্চ) রাত ৮ ঘটিকায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আয়োজক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহমীদ ইশাদ রিপনের পরিচালনায় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য ও তারুণ্য নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদুল ইসলাম প্রিন্স, সাইদুল ইসলাম, আয়াজ বাঙ্গালী, তোফাজ্জল হোসেন শান্ত, ফাহমিদা আক্তার, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ফয়সাল মাহমুদ, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, কার্যকরী সদস্য শাহরিয়ার আহমেদ শাকিল ও নিসচা’র কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, বড়লেখা উপজেলা চত্ত্বরে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে আগামী ৫-৯ মার্চ পর্যন্ত এই আয়োজন চলমান থাকবে এবং প্রতিদিন একটি করে ৫টি নাটক মঞ্চস্থ হবে বড়লেখার জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে। আয়োজিত অনুষ্ঠানের সার্বিক প্রতিবেদন বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।