সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম : ০৫.০৩.২০২২ কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের অভিনন্দন কনভেনশন সটারে দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি হিসব উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আবাস। জেলা মহিলা দলর সিনিয়র যুগ্ম সম্পাদক রেশমা সুলতানার সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। অন্যানর মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুন নাহার ববি, রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক রিনা পারভীন প্রমুখ। সম্মলনে রেশমা সুলতানাকে সভাপতি ও মোসলেমা বেগম মিলিকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।