সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রাম : ০৫.০৩.২০২২ সমাজসেবায় বিশেষ অবদান রাখায় কুড়িগ্রামের বিশিষ্ট আইনজীবি এসএম আব্রাহাম লিংকনকে একুশে পদক ২০২২ প্রদান করায় নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রামের শেখ রাসেল অডিটরিয়াম এ সংবর্ধনার আয়োজন করে নাগরিক সংবর্ধনা কমিটি। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু। এসময় বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. তুহিন ওয়াদুদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, এনজিও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, এডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ, সম্মিলিত সাংস্কৃতক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা: অজয় কুমার রায়, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমেদ সহ বিশিষ্ট জনেরা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একুশে পদক প্রাপ্ত সমাজসেবী এডভোকেট আব্রাহাম লিংকনের বিস্তারিত তুলে ধরে আলোচনা করেন। পরে কুড়িগ্রাম প্রেস ক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জীবিকা, সলিডারিটি, প্রচছদ কুড়িগ্রাম, সাম্প্রতিক কুড়িগ্রাম সহ জেলার প্রায় ২ শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।