মোঃ মজিবর রহমান শেখ,, এসএসসি-২০০০ ব্যাচ আমরাই কিংবদন্তী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাবার ও সেলাই মেশিন বিতরণ করা হয়। ৪ মার্চ শুক্রবার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মোলানী একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে এ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের যাতায়াতের জন্য একটি লেগুনা গাড়ি মেরামত শেষে বিদ্যালয়কে হস্তান্তর করা হয়। সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার সদস্যদের আয়োজনে বিতরন অনুষ্ঠানে বক্তব্য দেন, এসএসসি-২০০০ ব্যাচ আমরাই কিংবদন্তীর সদস্য বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম, পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান সোহাগ, একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কিংবদন্তী ফাউন্ডেশনের ঢাকা থেকে আগত সদস্য-সদস্যা, ঠাকুরগাঁও জেলার সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ৬ শতাধিক প্রতিবন্ধী শিশুর মাঝে উন্নতমানের খাদ্য সামগ্রী বিতরণ করেন কিংবদন্তীর সদস্যরা। এছাড়াও শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করার লক্ষ্যে সেলাই মেশিন ও যাতায়াতের সুবিধার্থে লেগুনা গাড়ি মেরামত করে বিদ্যালয় কর্তৃপক্ষের মাঝে হস্তান্তর করা হয়।