স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:
আজ ১৭ মার্চ। বাঙালি জাতির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এবার উদযাপিত হচ্ছে দিনটি। এছাড়া দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবেও উদযাপিত হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দাকোপ উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের নেতৃত্বে উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবনের প্রধান ফটকে স্হাপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে আজ ১৭ মার্চ সকাল ৮ টারদিকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে
বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পরে একটি বর্নাঢ্য র্্যালী বেরহয়ে চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক পরিদক্ষিন করে উপজেলা মাঠচত্বরে নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিনে কেক কাটা হয়।
এ সময় উপস্হিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, সহকারী কমিশনার (ভুমি)গালিব মাহমুদ পাশা,অতিরিক্ত পুলিশ সুপার সি- সার্কেল রাশেদ হাসান,থানা পুলিশের অফিসার ইনচার্জ আননুর যায়েদ,ওসি তদন্ত মোঃআশরাফুল আলম,চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,জনপ্রতিনিধি বৃন্দ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ,গনমাধ্যম কর্মি বৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন,বিভিন্ন এনজিও প্রতিনিধি বৃন্দ,শুশিল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ।
উল্লেখ্য, ১৯২০ সালের এই দিনে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের জন্ম। তার বাবা শেখ লুত্ফর রহমান এবং মাতা সায়েরা খাতুন। চার বোন, দুই ভাইয়ের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন তৃতীয়। তার ডাক নাম ছিল খোকা।
এমআইএইচ/একে