বিরামপুরে ভূয়া এনজিও’র কার্যক্রম বন্ধ ও ভ্রাম্যমান আদালতে জরিমানা


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- আরবিআরএমএফ ও গণ উন্নয়ন সোসাইটি নামক এনজিও’র ভূয়া কর্মকর্তা সেজে নকল সনদপত্র তৈরি করে মঙ্গলবার (২২ এপ্রিল) দুজন ভূয়া এনজিও কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিরামপুর উপজেলায় কার্যক্রম পরিচালনার অনুমতির আবেদনপত্র নিয়ে যান। এসময় তাদের কাগজপত্র দেখে ও কার্যক্রমের বিবরণ শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সন্দেহ হলে এনজিও’র সনদ ও অন্যান্য কাগজপত্র যাচাই করে দেখা যায় সেগুলো সঠিক নয়। এছাড়া তারা ইতিমধ্যেই পৌর এলাকার চাঁদপুর মহল্লায় বাড়ি ভাড়া নিয়ে অফিস বানিয়ে “দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্প” নামে সাধারণ লোকজনের কাছে বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে অতিরিক্ত টাকা নিয়ে বিভিন্ন পণ্য বিক্রি শুরু করেছিল। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুজন ভূয়া এনজিও কর্মকর্তার প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের জেল এবং ভূয়া এনজিও’র কার্যক্রম বন্ধ ঘোষণা করে রায় দেন। পরে দুজন জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পান। এধরনের ভূয়া এনজিও’র কার্যক্রম সম্পর্কে বিরামপুর উপজেলার জনসাধারণকে সতর্ক থাকার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।