

বাংলাদেশীদের জন্য দীর্ঘ ৭ বছর পর ইরাকের শ্রমবাজার উন্মুক্ত ঢাকা, ২ অক্টোবর ২০২৫: দীর্ঘ সাত বছর পর বাংলাদেশী শ্রমিকদের জন্য পুনরায় উন্মুক্ত হলো ইরাকের শ্রমবাজার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং রিক্রুটিং এজেন্সি আল রোটান (প্রা) লিমিটেড (আর এল -১৮৩১) উদ্যোগে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে শ্রমিক পাঠানো সম্ভব হয়েছে। ২ অক্টোবর ভোর ৫.৪৫ মিনিটে সালাম এয়ার-এর ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৩০ জন শ্রমিকের একটি দল বাগদাদের উদ্দেশ্যে যাত্রা করেন। এয়ারপোর্টে তাদের বিদায় জানান আল রোটান (প্রা) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম, ওভারসিজ ডিরেক্টর মো. আবুল বাশার। এসময় অফিসের কর্মকর্তা ও ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আল রোটানের ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশের আলম জানান দীর্ঘ ৭ বছর চেষ্টার পর অন্তবর্তী সরকারের উদ্যোগে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণের আন্তরিক সহযোগিতায় ইরাকের শ্রমবাজার উন্মুক্ত করা সম্ভব হয়েছে। ওভারসিজ ডিরেক্টর আবুল বাশার বলেন বাংলাদেশী শ্রমিকদের জন্য যখন একটার পর একটা দেশের দরজা বন্ধ হয়ে যাচ্ছে তখন ইরাকের শ্রমবাজার খুলে যাওয়ায় অসংখ্য অভিবাসন প্রত্যাশী মানুষের মুখে হাসি ফুটাবে। তিনি আরও জানান ঢাকা বিমানবন্দরের পাশাপাশি চট্টগ্রাম বিমান বন্দর দিয়েও আজ ৮.৪৫ মিনিটের ফ্লাইটে ১৫০ জনের শ্রমিকদল ইরাকের উদ্দেশ্যে যাত্রা করবে। বাংলাদেশ থেকে ইরাকে দক্ষ ও অদক্ষ শ্রমিক প্রেরণের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দেশের বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল শ্রমিকদের নিরাপদ, নিয়মিত ও টেকসই অভিবাসন নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে।