কিশোরগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ঘোষিত নিম্ন আয়ের লোকজনের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে ভতুর্কি মূল্যে কিশোরগঞ্জ জেলায় ২ লাখ ৮২ হাজার ৫৭০টি পরিবারের মাঝে বিতরণ করা হবে।
গতকাল শনিবার বিকেলে কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরহানা খানম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এ্যাড. এ.বি.এম লুৎফর রাশিদ রানা, সাবেক সভাপতি এ.কে. নাছিম খান, সাবেক সহ-সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী ও সাংবাদিক রাজিবুল হক সিদ্দিকী প্রমুখ।
জেলা ৮৩ জন ডিলারের মাধ্যমে আগামী ২০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত প্রত্যেক পরিবারকে ২ কেজি মশুর ডাল, ২ কেজি চিনি, ২ কেজি সয়াবিল তেল ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভায় এ পণ্য বিতরণ করা হবে।