নাটোরের সিংড়ায় নকল বই ছাপাখানায় যৌথ বাহিনীর অভিযান ও সিলগালা


বিপ্লব তালুকদার নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় নকল বই ছাপাখানায় যৌথ বাহিনীর অভিযানে বই নকল বই ছাপাখানা সিলগালা করা হয়। বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা বাজার এলাকায় এঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার আঃ খালেক সে কাশেম এর ছেলের ” ক্ষনিকের ভিলা ” নামক ভবন টি ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত নকল বই তৈরী করে আসতেছিল। গোয়েন্দা তথ্যের ভিক্তিতে প্রাথমিক শ্রেণীর পাঠ্যপুস্তককের অবৈধ ছাপাখানায় গোপন সংবাদ এর ভিক্তিতে বাংলাদেশ সিংড়া উপজেলা সহকারী (ভূমি) মোঃ গোলাম রব্বানী সরদার, বাংলাদেশ সেনাবাহিনী ও এনএসআই প্রতিনিধির সমন্বয়ে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ প্রাথমিক শিক্ষা বোর্ড পাঠ্যবই এর পাশাপাশি মাদ্রাসা কারিকুলামের বিপুল পরিমাণ অবৈধভাবে ছাপানো বই পাওয়া যায়। উল্লেখ্য যে, ছাপাখানার মালিক অনুপস্থিত থাকায় ছাপাখানা টি সিলগালা করা হয় ও ছাপাখানার মালিক এর সাথে পরবর্তীতে কথা বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক জরিমানা / মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন যৌথ বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।