ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আগুনে পুড়ে ছাই কৃষকের বসতঘর সহ গরু-ছাগল ।
মোঃ মজিবর রহমান শেখ,,
২২ মার্চ মঙ্গলবার রাত ৮টায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া রাধাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় এক গরিব পরিবারের ২টি সয়ন ঘর ও অন্যান্য ঘর, ধান-চাউল, খাদ্যপণ্য, মালামাল ও গরু – ছাগল , হাঁস,মুরগীসহ পুড়ে ভস্মীভূতের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া(রাধাপাড়া) গ্রামে মোঃ কাদের নামের এক বর্গাচাষী কৃষকের বাড়িতে। আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন বালিয়াডাঙ্গী সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত মোঃ কাদের জানান,অনুমান রাত ৮টার সময় আমার গোয়াল ঘরের কোয়েলের আগুনদিয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে বলে, ধারণা করছি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এ পরিবারটির মাঝে সরকারি ভাবে ত্রাণ সহায়তার আবেদন জানায় রাধাপাড়া গ্রামের লোকজন।