ইয়াছিন মোল্লা (সোনারগাঁও প্রতিনিধি):
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের ৭৩ নং খাসেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃক খেলাধুলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়।এই সময় অত্র স্কুলের সাবেক শিক্ষার্থীদের জন্য একটি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এছাড়া স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য,১০০ মিটার ২০০ মিটার দৌড়, মোড়ক যুদ্ধ,ভলিবল,দীর্ঘ লাফ,এবং অংক প্রতিযোগিতার আয়োজন করা হয়।খেলার পর শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর মধ্যে খেলা আয়োজক কমিটির প্রতি অসন্তুষ্ট জানিয়েছেন ছাত্র ছাত্রীরা তারা বলেছেন, কয়েক বছর পর আজকে ২৬ মার্চ উপলক্ষে খেলাধুলার আয়োজন করেন কতৃপক্ষ কিন্তু তারা আমাদের জন্যে বসার তেমন কোনো ব্যবস্থা করতে পারেনি,এছাড়াও আমাদের অতিথি বসার জন্য একটা পেন্ডেল ব্যবস্থাও করা হয়নি,কোনো সাউন্ড সিস্টেম রাখা হয়নি।আমরা চাই আগামিতে এই সমস্ত বিষয়ে তারা সোচ্চার হবেন।
এই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে চাননি আয়োজক কমিটি।
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের।কিন্তু অনাকাঙ্ক্ষিত কারনে তিনি আসতে পারেনি।এই সময় সভাপতি হিসাবে ছিলে অত্র কলেজের সভাপতি মনোয়ার হোসেন।
ছাত্রদের উদ্দেশ্য মনোয়ার হোসেন বলেন আজকের দিনটি বাঙ্গালী জাতি তথা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন।এই দিনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশ তথা বাংলার মানুষকে স্বাধীন ঘোষণা করেন।এর পর প্রায় ৯ মাস যুদ্ধের পর বাঙালি জাতি পায় ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটারের একটি স্বাধীন ভূখণ্ড যার নাম বাংলাদেশ।আর এর জন্য প্রাণ হারাতে হয়েছে প্রায় ৩০ লক্ষ মানুষ,এবং ৩ লক্ষ মা বোন তাদের ইজ্জত হারাতে হয়েছে!যা বাঙ্গালি জাতির জন্য একটি কলঙ্কিনী অধ্যায়।
এই সময় উপস্থিত ছিলেন,খাসেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাওয়া বেগম,বাংলাদেশ মানবাধিকার সোনারগাঁও থানার সাবেক চেয়ারম্যান জাহানারা আক্তার,এছাড়াও উপস্থিত ছিলেন ইমাম উদ্দিন বেপারি,মিহিন উল্লাহ,বিল্লাল হোসেন,সেলিম হোসেন, শাওকাত হোসেন।সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।