

পবা প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর রোগের গণটিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রায় ৫’শ ছাগল ও ভেড়াকে পিপিআর রোগের টিকা প্রদান করা হয়। গত ০১ অক্টোবর হতে শুরু হয়ে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার টিকা কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিচালিত হবে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে দুয়ারী ফালাহুল মুসলেমিন আহম্মদীয়া মাদ্রাসা মাঠে গণটিকা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতোয়ার রহমান, বিশেষ অতিথি ছিলেন উক্ত মাদ্রাসার সুপার মোঃ ইউসুফ আলী। উল্লেখ্য পিপিআর রোগ নির্মূল, ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার টিকা কেন্দ্রে ০১ নং ওয়ার্ডে ০১ হতে ০২ অক্টোবর, ০২ নং ওয়ার্ডে ০৩ হতে ০৪ অক্টোবর, ০৩ নং ওয়ার্ডে ০৫ হতে ০৬ অক্টোবর, ০৪ নং ওয়ার্ডে ০৭ হতে ০৮ অক্টোবর, ০৫ নং ওয়ার্ডে ০৯ হতে ১০ অক্টোবর, ০৬ নং ওয়ার্ডে ১১ হতে ১২ অক্টোবর, ০৭ নং ওয়ার্ডে ১৩ হতে ১৪ অক্টোবর, ০৮ নং ওয়ার্ডে ১৫ হতে ১৬ অক্টোবর, ০৯ নং ওয়ার্ডে ১৭ হতে ১৮ অক্টোবর পর্যন্ত গণটিকা কার্যক্রম পরিচালিত হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সুব্রত কুমার সরকার জানান, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার টিকা কেন্দ্রে প্রতিদিন সকাল ৬টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। ছাগল ও ভেড়াকে পিপিআর রোগের গণটিকা প্রদান নিশ্চিত করতে ১৮ অক্টোবর পর্যন্ত কর্মসূচি চলবে। এসময় তিনি ছাগল ও ভেড়াকে টিকা প্রদানের জন্য পার্শ্ববর্তী টিকা কেন্দ্রে নিয়ে আসার অনুরোধ করেন।