নয়ন ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে ভোর ৬টায় চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলার বিভিন্ন দপ্তর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
পরে সকাল ৯টায় ডা. আ. আ. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিব খান, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার), সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসি, সাবেক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মুখলেসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি সহ সকল দপ্তরের অফিসার বৃন্দ।
জেলা পুলিশ, আনসার-ভিডিপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীর চর্চা প্রদর্শন করা হয়। পরে বেলা ১২টার দিকে জেলা শিল্পকলা অডিটোরিয়াম হল রুমে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান।
এ ছাড়া দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপনের লক্ষে জেলা প্রশাসন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।