বোরহানউদ্দিন ডি,টি,এম, মাধ্যমিক বিদ্যালয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি
মোঃ হাসান ফরাজী
বোরহানউদ্দিন প্রতিনিধি,,,
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন- ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম ‘বাংলাদেশ’ রাষ্ট্র প্রতিষ্ঠা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস- স্বাধীনতার ইতিহাস। স্বাধীনতার ইতিহাস ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লক্ষ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও সংগ্রামের গৌরবগাঁথা গণবীরত্বের ইতিহাস। স্বাধীন বাংলাদেশের অভিযাত্রায় এক মহাসন্ধিক্ষণ অতিক্রম করছে আমাদের প্রিয় মাতৃভূমি। বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্ণ করছে।
পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ বেয়ে উপমহাদেশের জনগণ পেয়েছিল পাকিস্তান ও ভারত নামক দুটি রাষ্ট্র। এরপর শুরু হয় পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক বাঙালিদের নতুন করে শোষণ ও পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখার ষড়যন্ত্র। পাকিস্তানি হানাদারদের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাঙালি জাতি।
১৯৭১-এর ২৫শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি হানাদারবাহিনী নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে গণহত্যা শুরু করলে ২৬শে মার্চ প্রথম প্রহরে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাংলার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সর্বস্তরের জনগণ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের নেতৃত্বে অস্থায়ী সরকারের অধীনে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। বিশ্বমানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের।
ঐতিহাসিক ২৬ই মার্চ ২০২২ উদযাপন উপলক্ষ্যে ভোলা বোরহানউদ্দিন উপজেলায় কুনঞ্জেরহাট ডি,টি,এম, মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত, র্যালী ও আলোচনা সভা ,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় কুনঞ্জেহাট ডি,টি,এম, মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত র্যালী টি কুনঞ্জেরহাট বাজারে বিভিন্ন স্থানে যেয়ে ডি,টি,এম, মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমস্ত ঘোষনা করা হয়।
কুনঞ্জেরহাট ডি,টি,এম, মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত, র্যালী ও আলোচনা সভা , সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন ,ডি,টি,এম, মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বর কাজী, আরো উপস্থিত ছিলেন,ডি,টি,এম, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আলহাজ্ব আব্দুল মান্নান কাজী,ও ,ডি,টি,এম, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবর চন্দ্র দে, ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দরা সহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দরা