স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:
উৎসব মুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগম্ভীযের মধ্যদিয়ে বাজুয়া খুটাখালী আয্যহরি সভা অঙ্গনে ৪২ বর্ষীয় ৫৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ২৭মার্চ ২০২২বাংলা ১২ চৈত্র( ১৪২৮) রবিবার সন্ধ্যায় গন্ধাধিবাস সহকারে পরবর্ত্তী প্রত্যুষকাল হতে ৫৬প্রহরব্যাপী মহানাম সংকীর্তন শুরু হয়।
১৩ চৈত্র ১৪২৮ বঙ্গাদ্ধ, ২৮ মার্চ ২০২২সোমবার শ্রীশ্রী হরিনাম সংকির্তন এবং যথাচরে পুজা ও ভোগ নিবেদন। ১৪,১৫,১৬,১৭,১৮ ও ১৯ চৈত্র বঙ্গাদ্ধে ইংরাজী ৩ এপ্রিল পযন্ত অবিরাম হরিনাম সংকির্তন ও যথাসময়ে প্রসাদ বিতরণ। ৪ এপ্রিল সোমবারের প্রত্যুষে হরিনাম সম্পাপ্তি ও নাম সংকির্তন সহকারে নগর পরিক্রম দধিভঙ্গ ও মহোৎসব শেষে মহাপ্রসাদ বিতরণ।
প্রতি বছরের ন্যায় এবারও বাজুয়ায় দেশের বিভিন্ন স্হানের নামিদামি সুনাম খ্যাত কীর্তন দলের মহানামে ধ্ববিত হচ্ছে আর্য্য হরি সভা অঙ্গন। প্রতিবছরের মতো এবার ও দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তের সমাগম হবে বাজুয়ার এই মহানাম যজ্ঞে। এমনকি প্বার্শবর্তি দেশ ভারত থেকেও বহু ভক্ত আসে এই নাম শুনার জন্য।
৭ দিন ব্যাপী এই নাম যজ্ঞে হাজার হাজার মানুষের ঢল নামবে বলে আশা করে মহানাম যজ্ঞ কমিটি। আর্য্য হরিসভার মহাপরিচালক ও সাবেক চেয়ারম্যান সরোজিত কুমার রায় ও সাধারণ সম্পাদক বিজন কুমার রায় বলেন, বিগত দুই বছর করোনার কারনে সীমিত পরিসারে যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তাই এবার করোনার প্রভাব কম থাকায় ব্যাপক ভাবে আমাদের নামকীর্তন অনুষ্ঠিত হবে এবং সারা বাংলাদেশ থেকে ও দেশের বাহির থেকেও হাজার হাজার ভক্তের সমাগম হবে বলে আশা করি।