মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার দ্বারা কৃমিনাশক ট্যাবলেট, উচ্চতা নির্ণয়, ওজন পরিমাপ ও চোখের দৃষ্টি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯শে মার্চ) সকালে উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্ষুদে ডাক্তার কর্তৃক স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হারুন-অর-রশিদ, সহকারী শিক্ষিকা মনিরা খাতুন প্রমূখ।
ক্ষুদে ডাক্তার হিসেবে বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণিকক্ষ ঘুরে ঘুরে সেবা প্রদান করেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র বায়েজিদ বোস্তামি, তানবির ইসলাম, সাইমুন মোর্শেদ আপন, শান্ত দাস, আবরার গালিব, তীব্র, অনিমেষ অধিকারী।