মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাওয়া রেলের টিকিট কালোবাজারি বন্ধ এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২রা এপ্রিল) সকাল ১০টায় ডোমার বাজার রেলগেট মোড়ে ডোমারবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ টিকিট কালোবাজারি বন্ধের দাবীতে সমবেত হন। মানববন্ধনে ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রুবেল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন।
‘হৃদয়ে ডোমার’ এর সাধারণ সম্পাদক রাকিব আল আকাশের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার পৌর কৃষক লীগের আহ্বায়ক মো. আবু সাঈদ, ডোমার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক মাসুম, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, প্রতিবাদী ডোমারবাসীর সুমন আহম্মেদ, ছাত্রনেতা আজমির রহমান রিশাদ প্রমূখ।
বক্তারা বলেন, ডোমারে ট্রেনের টিকিট অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে কালোবাজারিদের হাতে যায়। আর কালোবাজারিরা চড়া দাম হাঁকিয়ে বিপাকে ফেলে সাধারণ যাত্রীদের। যা অত্যন্ত দুঃখজনক। কাউন্টারে গেলে টিকিট শেষ, এমন ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রশাসনের প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী এবং অসাধু কালোবাজারিদের নির্মূল করার উদাত্ত আহ্বান রইলো। এছাড়া রেল খাতের সীমাহীন দুর্নীতি বন্ধ করে সাধারণ যাত্রীদের সুন্দর রেলভ্রমণ উপহারের দাবী জানান বক্তারা।
উল্লেখ্য, ১৮৭৮ সালে চালু হওয়া ডোমার রেলওয়ে স্টেশনে বর্তমানে ৫টি আন্তঃনগর ও ১টি মেইল ট্রেন প্রতিনিয়ত চলাচল করে। ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ও খুলনা গামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস এবং সীমান্ত এক্সপ্রেস ট্রেনের টিকিট বিড়ম্বনায় ভোগান্তি পোহাচ্ছে সাধারণ যাত্রীরা।