মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বজ্রাপাতে ফজলে রাব্বি (২১) নামের এক কলেজ ছাত্র নিহতের ঘটনা ঘটেছে। রবিবার বেলা ১২ টার দিকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বাগানবাড়ি হাট নামক স্থানে নিহতের এ ঘটনা ঘটে। পীরগঞ্জ উপজেলার করনা ৭ নং হাজীপুর ইউনিয়নের লুৎফর রহমানের ছেলে নিহত রাব্বী সে পীরগঞ্জ সরকারী কলেজের ছাত্র বলে তথ্য পাওয়া যায়।
জানাযায়, রবিবার সকালে ফজলে রাব্বি(২১ )করোনার টিকা নিতে বাড়ি থেকে স্বাস্থ্য কেন্দ্রে যায়। টিকা নিয়ে মটরসাইলে করে ফেরার পথে বাগানবাড়ি হাটে পৌছালে বজ্রাঘাতে মটরসাইলে থেকে রাস্তার পড়ে যায়।
এ সময় আশেপাশে থাকা লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) জাহাঙ্গীর আলম বজ্রাঘাতে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।