মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধি :
ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ধনকুন্ডি এলাকার নাবিল-তাজ হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট সামনে মাদকবি রোধী অভিযান পরিচালনা করে বুধবার (৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে ইসমাইল হোসেন প্রিন্স (৩৪) নামের একজনকে আটক করেছে র্যাব-১২ সদর কোম্পানী রংপুর। ইসমাইল হোসেন প্রিন্স রংপুর জেলার মিঠাপুকুর থানা মুরারীপুর এলাকার হাকিমের ছেলে!
র্যাব-১২ সদর কোম্পানীর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলার প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়াসহ বিভিন্ন জেলায় নেশাজাতীয় আম্পল বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সদর কোম্পানী রংপুর মাদক বিরোধি অভিযান পরিচালনা করে ৯৫০ পিচ নেশা জাতীয় আম্পলসহ মাদক কারবারি ইসমাইল হোসেন প্রিন্স আটক করে। এ সময় তার নিকটে থাকা ২টি মোবাইল ফোন এবং ৬৬০ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ৮ (গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।