সুরাইয়া পারভীন সাথী, দর্শনা থেকেঃ
দর্শনায় পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্যর পরিস্মৃতি স্বাভাবিক রাখতে দর্শনা বাজার মনিটরিং করছে দামুড়হুদা উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে দর্শনা বাসষ্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ অভিযানে দর্শনা বাসস্ট্যান্ডে অবস্থিত রান্নাঘর খাবার হোটেলে অভিযান চালায়। খাবার হোটেলে অস্বাস্থ্যকর খাবার ও নোংরা পরিবেশের দায়ে হোটেলে মালিক ইসমাইলকে ১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করে। পরে দর্শনা বাসষ্ট্যান্ডে কেজিতে তরমুজ বিক্রি ও ভুয়া ভাউচার রাখার অপরাধে রুবেল হোসেন নামের এক তরমুজ ব্যাবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা আদায় করে। উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, কেজিতে তরমুজ বিক্রি করা যাবে না, যে বিক্রি করবে সাথে,সাথে আমাকে খবর দেবেন আমি ব্যাবস্থা নেব এবং দুই তরমুজ ব্যাবসায়ীকে জরিমানা না সর্তক করে মুচলেখা নেন। পরে দর্শনা রেল বাজারের এক গুড়ের দোকানে অভিযান চালায় ওই দোকানে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ১ হাজার টাকা জরিমানা আদায় করে। এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছলিমা আক্তার। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও স্যানেটারী ইন্সপেক্টর জামাত আলী, দর্শনা থানার এসআই ফাইমসহ একটি চৌকস দল।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরও জানায়, পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্যর পরিস্মৃতি স্বাভাবিক রাখতে পুরো মাস জুড়ে বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।