মোঃ সাহিদুল ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয়ের দুই বছর মেয়াদী ম্যানেজিং কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন গুলজার ইসলাম।
বুধবার (৬ই এপ্রিল) সন্ধ্যা ৭টায় সোনারায় উচ্চ বিদ্যালয়ের হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন, ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনী কান্ত রায় উপস্থিত ছিলেন।
ফলাফল অনুযায়ী ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে নির্বাচিত চারজন হলেন, গুলজার ইসলাম (৫৪৯ ভোট), শফিকুল ইসলাম (৫১৮ ভোট), বদরুল ইসলাম (৫১১ ভোট) ও মো. লিপন ইসলাম (৪১২ ভোট)। এছাড়া পরাজিত আরও দুই প্রার্থী সাইদুল ইসলাম ও জাকিরুল ইসলাম পেয়েছেন যথাক্রমে ৩১৬ ও ২৫৬ ভোট।
ফলাফল ঘোষণার পরে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ বিজয়ীদের শুভেচ্ছা জানান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদ্য সাবেক সভাপতি ছিলেন সোনারায় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী।