মোঃ সাহিদুল ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ
গরু নিয়ে রেললাইন অতিক্রম করার সময় নীলফামারীতে কবির মিয়া (৭০) নামে এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে।
বুধবার (৬ই এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় নীলফামারী শহরের কলেজ স্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত কবির মিয়া (৭০) কলেজ স্টেশন এলাকার মৃত নাদিরুজ্জামানের পুত্র।
স্থানীয়রা জানান, গরু নিয়ে রেললাইন অতিক্রম করছিলেন কবির। এসময় সৈয়দপুর থেকে চিলাহাটি গামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যায় কবির মিয়া।
সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল ইসলাম, দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।