শাহরিয়ার শাকিল,বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় অনলাইন রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ পারভেজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধিত প্রেস সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাবের বড়লেখা শাখার আহ্বায়ক মনোনীত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে (৬ এপ্রিল) বুধবার রাত ১০ ঘটিকায় বড়লেখা পৌর শহরের আলভিন রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে রিপোর্টার্স ক্লাবের সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কার্যকরী কমিটির সদস্য শাহরিয়ান আহমেদ শাকিলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন জুড়ী টিএন খানম সরকারি কলেজের প্রভাষক ও রিপোর্টাস ক্লাবের উপদেষ্টা বদরুল ইসলাম মনু।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রবাসী সাইফুল আলম রাসেল, সুজানগর পাথারিয়া কলেজের প্রভাষক মুফিজুর রহমান রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠা কালীন সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, নিসচা বড়লেখা উপজেলা শাখার প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন অনলাইন রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ফয়সাল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সদস্য অজিত রবি দাস প্রমুখ।
এসময় রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক পর্যবেক্ষণ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হানিফ পারভেজ বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার আহ্বায়ক মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা প্রদান করে বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাব।