এস এম ফারুক আহমেদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
টাঙ্গাইল জেলার সখীপুরের আব্দুল জলিল-আঁখি দম্পতির সংসার আলোকিত করে একসাথে চার সন্তানের জন্ম হয়েছে দক্ষিণ কোরিয়ায় উইজংবু সংমুহসপিটালে মঙ্গলবার সকাল ৯ টায়। এর মধ্যে দুইজন ছেলে ও দুইজন মেয়ে জন্ম হয়েছে।
আব্দুল জলিলের বাড়ি সখীপুর উপজেলার ইছাদিঘী দক্ষিন পাড়া। আব্দুল জলিল দীর্ঘদিন যাবৎ কোরিয়া থাকলেও গত ৩ বছর যাবৎ স্ত্রীসহ সেখানে অবস্থান করছেন।
হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আব্দুল জলিল জানান, এক মিনিট অন্তর অন্তর জন্ম নেওয়া প্রথম শিশুটির ওজন ছিল ১.৮ কেজি, বাকিদের ওজন ছিল যথাক্রমে ১.৬কেজি। বর্তমানে বাচ্চা ও বাচ্চার মা ঐ হাসপাতালেই চিকিৎসাধীন আছে। সবাই সুস্থ আছে। আব্দুল জলিল আরও বলেন, ডাঃ জানিয়েছেন চার শিশু একসাথে জন্ম নেওয়া কোরিয়ায় একটি বিরল ঘটনা। অপারেশনের সময় প্রসূতি ও স্ত্রীরোগ, শিশুরোগ, এনেস্থেশিয়া ও ব্যথা , অপারেটিং রুম, নবজাতক কক্ষ এবং ডেলিভারি রুম থেকে প্রায় মোট ৩০ জন মেডিকেল স্টাফ একত্রে কাজ করেছিল।
প্রসূতি ও গাইনোকোলজি বিভাগের অধ্যাপক কিম ইওন-হি যিনি অপারেশন করেছেন, তিনি বলেন, “মা বর্তমানে ডেলিভারি রুমে সেবা নিচ্ছেন, এবং চার সন্তান বর্তমানে নিবিড় পরিচর্যা ইউনিটে (নবজাতকের)চিকিৎসা নিচ্ছেন।” হাসপাতালের পরিচালক হান চ্যাং-হি অভিভাবককে অভিনন্দন জানিয়ে নবজাতক যেন সুস্থ থাকে সে জন্য কাজ করে যাচ্ছেন। সেই সাথে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন।
আব্দুল জলিল-আখি দম্পতি তাদের চার সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।