জামালপুর জেলা প্রতিনিধি-
আজ পয়লা বৈশাখ; বাংলা নববর্ষ ১৪২৯ সালের প্রথম দিন। নববর্ষে জামালপুর সদর উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলা বি,এন,পি’র সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা বি,এন,পি’র অন্যতম নেতা রুহুল আমীন মিলন।
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রুহুল আমীন মিলন বলেন, বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ বাঙালির জাতীয় জীবনে পরম আনন্দের দিন। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এ দিনে চির নতুনের বার্তা নিয়ে আমাদের জীবনে বেজে উঠে বৈশাখের আগমনী গান। দুঃখ, জরা, ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে ওঠে মহানন্দে। বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের মাঝে বাঙালি খুঁজে পায় নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার স্বরূপ।
তিনি বলেন, বৈশাখ শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আত্মবিকাশ ও বেড়ে ওঠার প্রেরণা।
তিনি বলেন, পয়লা বৈশাখ আমাদের উদার হতে শিক্ষা দেয় এবং সকল অশুভ ও অসুন্দরের ওপর সত্য ও সুন্দরের জয় হোক। ফেলে আসা বছরের সব শোক-দুঃখ-জরা দূর হোক, নতুন বছর নিয়ে আসুক সুখ ও সমৃদ্ধি-এ প্রত্যাশা করেন তিনি।