মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধিঃবগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ জান্নাতুল ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, শেরপুর সরকারী ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আকবর উদ্দিন বিপ্লব প্রমুখ।