ঝিনাইদহ প্রতিনিধিঃ-
১৬ই এপ্রিল সন্ধায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে ট্রাক চাপায় ঝিনাইদহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ভাই ভাই গার্মেন্টেসের মালিক আব্দুল মান্নান শেখ (৫৬) নিহত হয়েছেন। নিহত আব্দুল মান্নান শেখ ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের মৃত আবুল হোসেন শেখের ছেলে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সন্ধ্যায় মোটরসাইকেল যোগে কালীগঞ্জ থেকে যশোরের দিকে যাচ্ছিলেন আব্দুল মান্নান শেখ। পথিমধ্যে কেয়াবাগান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যান। দুর্ঘটনায় তার হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার রাত ১১টায় নিজ গ্রামে জানাযা শেষে দাফন করা হবে। এদিকে ব্যবসায়ী আব্দুল মান্নান শেখের মৃত্যুতে ঝিনাইদহ শহরে শোকের ছায়া নেমে আসে।