সারাদেশে

কালীগঞ্জে সরকারের কৃষি সহায়তায় কম্বাইন্ড হারভেস্টার মেশিনে কৃষকদের ধান কর্তনের উদ্বোধন

আসাদুরজামান সনেট , কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারের কৃষি সহায়তায় বোরো মৌসুমে সমলয় পদ্ধতিতে চাষকৃত কৃষকদের ১৫০ বিঘা জমির ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে ভাটপাড়া গ্রামের মাঠে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কর্তনের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ সময় তিনি কৃষকদের উদ্দেশ্য বলেন, সরকারী সকল প্রণোদনা ও সুবিধা কৃষকদের মাঝে পৌছে দিতে আমরা বদ্ধপরিকর। কৃষি প্রধান দেশে আপনারা কৃষকরাই দেশের প্রাণ। সরকার কৃষির উন্নয়নে বিভিন্ন মৌসুমে বিনামূল্যে সার ও বীজ সহ নানা উপকরন সহযোগিতা দিয়ে আসছে। ধান কর্তনের সহযোগিতায়ও সরকার আপনাদের পাশে আছে। তাই আপনারা প্রনোদনার সঠিক ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি সহ আরো অনেকে।  উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি জানান, চলতি ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন খরচ সাশ্রয়ে সমলয় ভিত্তিতে চাষে কৃষকদের উৎসাহিত করা হয়েছিল। সেই কৃষকদের দেড়’শ বিঘা জমির বোরো ধান সরকারীভাবে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে কেটে দেওয়া হচ্ছে। এ মেশিনে প্রতি ঘণ্টায় এক একর জমির ধান কাটা সম্ভব। তিনি বলেন, মেশিনটির বাজারমূল্য ৩০ থেকে ৩৫ লক্ষ হলেও এটিও কৃষকদের মাঝে সরকারিভাবে ৫০% ভর্তুকিতে দেওয়া হয়ে থাকে। কৃষকরা তার নিজের ফসল কাটা শেষে ভাড়ায় অন্যের জমিতেও ফসল কাটাতে পারেন। এক্ষেত্রে একর প্রতি মেশিন ভাড়া বাবদ সাড়ে ৭ হাজার টাকা নিতে পারবেন। তিনি আরও বলেন, এই যন্ত্র ব্যবহারে প্রাকৃতিক দূর্যোগ কিংবা শ্রমিক সংকটের কবল থেকে কৃষকরা উপকৃত হন। স্বল্প সময়ে ধান কর্তন, মাড়াই ও বস্তাবন্দি করতে পারা সহ খরচ সাশ্রয় হওয়ায় বেশ খুশি কৃষকরা।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *