ইয়াছিন মোল্লা (সোনারগাঁ প্রতিনিধি) : –
রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৭৩ বছর পর এই প্রথম সাংবাদিক সমিতির নবগঠিত ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি প্রকাশিত হয়েছে ।সাধারণ শিক্ষার্থীদের বহু কাঙ্ক্ষিত ছিলো যেন সোহরাওয়ার্দী কলেজে একটা সাংবাদিক সমিতি গঠন করা হয় তারই প্রতিফলন ঘটলো বুধবার।
ঢাকা টাইমস্ এর স্টাফ রিপোটার্স বীর সাহাবীর সমন্বয়ে
সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা ৮ এর (ক) এবং (খ) অনুচ্ছেদ অনুযায়ী নিম্নে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে আহবায়ক হিসাবে নব নির্বাচিত হয়েছেন ইয়াছিন মোল্লা দৈনিক জনতার ইশতেহার ও দৈনিক আলোচিত কণ্ঠের প্রতিনিধি এবং দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি শেখ জাহাঙ্গীর আলম সদস্য সচিব নির্বাচিত হয়েছে। সাদিয়া ইসলাম যুগ্ম-আহবায়ক সিএনএন বাংলা টিভি ও দৈনিক দেশ সংবাদ পত্রিকার প্রতিনিধি, তৌহিদুল ইসলাম যুগ্ম-আহবায়ক দৈনিক সকালের সময় ক্যাম্পাস প্রতিনিধি, রাসেল মাহমুদ যুগ্ম আহবায়ক কিউ টিভি ও দৈনিক দেশ জগত, মোঃ মানিক সদস্য দৈনিক অধিকার পত্রিকা , আকবর চৌধুরী সদস্য দৈনিক দেশসেবা পত্রিকা, হাসিব ইথুন সদস্য বঙ্গবাজার পত্রিকা অপূর্ব চক্রবর্তী সদস্য ৭১ পত্রিকা,মোঃ রাইতুল সদস্য , আলামিন হোসাইন সদস্য দেশ বার্তা।